পরিকল্পিতভাবে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেও তারা ব্যবস্থা নেন না। এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু করলেই দল ব্যবস্থা নেয়। চাঁদাবাজি ও দখলবাজি করলে দল ব্যবস্থা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অনেককেই বহিষ্কার, অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। যদিও বিএনপির এমন পদক্ষেপ গণমাধ্যমে খুব একটা প্রকাশ পায় না।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বয়ান দিচ্ছে এই সরকার। পুলিশ পোশাক পরে আগেও যেমন রাজনৈতিক বক্তব্য দিয়েছে, এখনও দিচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *