দেশের যেকোনো জাতীয় সংকটে ঐক্যবদ্ধ থেকেছে মানুষ: মির্জা ফখরুল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বাংলাদেশের মানুষ দেশের যেকোনো ক্রান্তিকালীন মুহূর্তে ঐতিহাসিকভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার্থে সেই তিতুমীরের সময় থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি সময় দেশের মানুষ বিপদে রুখে দাঁড়িয়েছে।

আজ রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণকে ক্ষমতায়িত করতে হবে। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে আমরা প্রতি পদে পদে বাধার মুখে পড়েছি। সেই জায়গায় আমাদের এক হতে হবে। ধারণা করছি, আমরা অনেকেই এই বিষয়ে একমত হয়েছি। সামনে অনেক ইতিবাচকতা দেখতে পাচ্ছি।

গণতন্ত্র ফেরাতে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তর্ক-বিতর্কের মাঝেও একটা জায়গায় এসে পৌঁছেছে। আলোচনা, তর্কবিতর্কের মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রের পথ বের করতে পারবো। কোনো নেতিবাচক চিন্তা না করে, আমরা যেন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *