খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এ এ তাওসিফ বলেছেন, বঞ্চনা থেকে মুক্তির আকাক্সক্ষা নিয়ে বিশ্বের শ্রমিকরা সবসময় আন্দোলন করে যাচ্ছেন। বাংলাদেশের শ্রম পরিবেশ অতীতের তুলনায় যতটা এগিয়েছে, তার পেছনে রয়েছে শ্রমিকের ত্যাগ ও সংগ্রাম।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে মিলেত হয়ে শ্রমিকরাও আন্দোলন করেছে। আর এই সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়ে গেছে। শ্রমিকরা আজও অবহেলিত এবং তাদের অধিকার থেকে বঞ্চিত।
তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করে প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারেন সেই বিষয় নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান এবং শ্রমিকের অধিকার ও দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (৫ জুলাই) সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে শ্রমিক মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত শাখার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত জোনাল ওয়ার্কপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমিক মজলিস সিলেট জোনের পরিচালক আবদুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি প্রবাষক মুহাম্মদ আবদুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, কে এম আবদুল্লাহ আল মামুন, শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও সমাজসেবক ইমদাদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মতিউল ইসলাম মতিন, মাওলানা আবদুর রহীম, সাইদুর রহমান, সহুল হোসেন, মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল- কোরআন তেলাওয়াত ও দারসুল কোরআন বিষয় ভিত্তিক আলোচনা সভা। বিজ্ঞপ্তি
শ্রমিকের অধিকার ও দাবি আদায়ে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এ এ তাওসিফ

কমেন্ট