শনিবার থেকে ৪৮ ঘণ্টার কর্ম বিরতি ট্রাক শ্রমিকদের…

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং চট্ট- ২১৫৯ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম,  সহ-সভাপতি মো. শরিফ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক মো. বিল্লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জুলহাস হোসেন বাদল, সদস্য আলী আহমদ আলী, শফিক আলী, আব্দুল মতিন, লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল প্রমুখ। সভায় আগামী ৩০শে আগস্ট সাধারণ সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং ২০শে জুলাই এর মধ্যে পরিচয়পত্র নবায়নের জন্য বলা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র কর্মক্ষেত্র পাথর কোয়ারী বন্ধ থাকায় কর্মসংস্থান হারিয়েন সিলেটের লাখো মানুষ। এছাড়া পরিবহনের সাথে সংশ্লিষ্ট হাজারো পরিবহন শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। সিলেটের পাথর কোয়ারীসহ দেশের যে সকল পাথর কুয়ারি গুলো রয়েছে, সেই পাথর কুয়ারিগুলো খুলে দিলে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অপরদিকে সিলেটের লাখো মানুষের জীবীকার পথ সুগম হবে।
বক্তারা অবিলম্বে পাথর কুয়ারি খুলে দিতে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় ৫ জুলাই শনিবার থেকে ৪৮ ঘণ্টার কর্ম বিরতি পালন করবেন সিলেটের সর্বস্তরের ট্রাক শ্রমিকরা। পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *