পরিবেশের দোহাই দিয়ে কোয়ারী বন্ধ করে লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ করা অমানবিক: নাসির উদ্দিন আহমদ চৌধুরী

সম্প্রতি বন্ধ করে দেওয়া সিলেটের শত শত স্টোন ক্রাশার এবং পাথর কোয়ারী খুলে দেয়ার দাবী জানিয়েছে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।
মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে সিলটি পাঞ্চায়িত এর উদ্যোগে কোর্ট এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবী জানান।
সিলটি পাঞ্চায়িত এর সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কবি কামাল আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন।
সিলটি পাঞ্চায়িত আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী লন্ডন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ফ্যসিস্ট হাসিনার মতো ভারত থেকে পাথর আমদানীর খায়েশে পরিবেশের দোহাই দিয়ে সিলেটের লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ করা হয়েছে, যা অমানবিক। ২৪ এর এই বিপ্লব পরবর্তী সময়ে গণবিরোধী এ সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবেনা।
মানুষের কর্মসংস্থান বন্ধ করে কোন উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরোও বলেন, সিলেটের প্রান্তিক জনগোষ্ঠি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাথর সংশ্লিষ্ট জীবিকার উপর নির্ভরশীল। সরকারের অপরিনামদর্শী কতিপয় মহল নিজেদের স্বার্থে সিলেটের পাথর সংশ্লিষ্ট জীবিকা বন্ধ করার পায়তারা করছে। শত শত ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাজারো মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন পুনঃসংযোগ করে ক্রাশার মেশিন চালু ও পাথর কোয়ারী খোলে দেয়ার দাবী জানান। তিনি সনাতনী পদ্ধতিতে পাথর কোয়ারী থেকে পাথর আহরণে সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানান।
সভায় বক্তারা বলেন, সবচেয়ে বেশী গ্যাস উত্তোলন করা হয় সিলেটে। অথচ সিলেটবাসীকে বঞ্চিত করে তা অনত্র বন্টন করা কোনভাবেই কাম্য হতে পারে না। বক্তারা অবিলম্বে সিলেট বিভাগের সর্বত্র গ্যাস সরবরাহ ও নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভায় বক্তারা সাম্প্রতিক সিলেট সফরকালে জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান কর্তৃক সিলেটবাসীকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। সভায় বক্তারা পাথর কোয়ারী খোলে দেয়ার দাবিতে আন্দোলনরত স্থানীয় বারকি শ্রমিক ও জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *