পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: মির্জা আব্বাস

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সংখ্যানুপাতিক হারে নির্বাচন চেয়ে দেশ ও জাতিকে ধবংস করার জন্য মাঠে নেমেছে একটা গোষ্ঠী। পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত চলছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটি্উটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব অভিযোগ করেন তিনি।

আব্বাস বলেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। তাই নতুন নতুন দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *