বিশিষ্ট সাহিত্য সংগঠক, লিটল ম্যাগাজিন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মোহন’স এডুকেশন আজ শনিবার এক সাহিত্য আড্ডা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মোহন’স এডুকেশন-এর কর্ণধার কবি সংগঠক মিহির মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি কবি নীপু মল্লিক ও ছড়া পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল। অনুভূতি ব্যক্ত করেন কবি-সম্পাদক পুলিন রায়। প্রবন্ধ পাঠ করেন কবি হিমাংশু রায় হিমেল। কবি সন্তোষ রঞ্জন পালের পরিচালনায় অন্যান্যে মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কবি শহিদুল ইসলাম লিটন, ব্যাংকার অসীম তালুকদার, কবি অমিতা বর্দ্ধন, ব্যাংকার ইমন চন্দ্র দাস, আব্দুর রহিম, এডভোকেট রনজিৎ বিশ্বাস, রিপন মিয়া, অভিনয় সরকার, ইহলাম সাদি, কুবাদ বখত চৌধুরী রুবেল, ফারজানা বেগম, ডলি তালুকদার, সাদিয়া সুলতানা, মো. রিদওয়ান, মো. মুহিন আহমদ, আহমদ রুমন, মাহফুজুল হক হাদি, আজাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কবি পুলিন রায়কে ক্র্যাস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, জীবনসংগ্রামে বিজয়ী বীর পুলিন রায় সফল একজন মানুষ। আপন কর্মগুণে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। কবি-সম্পাদক হিসাবে তিনি তার নিজস্ব একটি স্থান দখল করতে পেরেছেন। বিজ্ঞপ্তি
কর্মগুণে কবি পুলিন রায় ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন

কমেন্ট