সাবেক সিইসি নূরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার (২৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার রিমান্ড মঞ্জুর হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে ৩ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় প্রথম দফার ৪ দিনের রিমান্ড শেষ হলে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। তবে শুনানি শেষে তা মঞ্জুর হয়েছে ৪ দিনের জন্য।

এই মামলায় গত সোমবারও নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেদিন শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক প্রমুখ।

মামলাটি দায়ের পরপরই এদিন রাতে গ্রেফতার হন আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদা। এদিন স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *