সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সরাসরি মতবিনিময় ‘সিলেট বিজনেজ ডায়লগ -২০২৫’ শনিবার (২৮জুন) সকাল ১০টায় নগরীর মেন্দিবাগ পয়েন্টস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ এই সংলাপে সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট্র সবাইকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।-বিজ্ঞপ্তি
সিলেট বিজনেজ ডায়লগ-২০২৫ অনুষ্ঠিত হবে শনিবার-প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী

কমেন্ট