এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে এক ধর্ষক’কে গ্রেফতার

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে এক ধর্ষক আসামী’কে গ্রেফতার করে পুলিশ।

গতকাল বুধবার ২৫/০৬/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৮.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানার এসআই (নিঃ)/বিধান দেব সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সাহবের বাজার আসামীর নিজ বাড়ি  হতে আসামী আব্দুল হালিম (৪৪), পিতা- আব্দুল হেকিম, সাং- রামপুর, পোঃ সাহেবের বাজার, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট‘কে গ্রেফতার করা হয়।

উল্লেখ যে, ভিকটিম (১৫) স্কুলছাত্রী বিগত ৭/৮ মাস ধরে তার ফুফুর বাড়িতে বসবাস করে আসছিলো। আসামী সর্ম্পকে ভিকটিম (১৫) এর ফুফা হয়। ১৫/০২/২০২৫খ্রিঃ রাতে আসামী আব্দুল হালিম ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে, বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
২২/০৬/২০২৫ খ্রিঃ ভিকটিম এর শারীরিক অসুস্থতা দেখা দিলে ভিকটিমের পিতা ভিকটিমকে দেখতে গিয়ে ঘটনাটি জানতে পারেন এবং চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষায় ভিকটিমের ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থার বিষয়টি নিশ্চিত হয়।

ভিকটিম এর পিতা উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার অভিযোগ দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৯, তারিখ-২৫/০৬/২০২৫খ্রিঃ, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *