সিলেট  আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে  জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ 

সিলেট  আবাসিক হোটেলে অভিযানে চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ (দশ) জনকে  গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

২৪/০৬/২০২৫খ্রিঃ  অনুমান ২২.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন বন্দর বাজারস্থ ‘সিটি হার্ট” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৮ (আট) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা  হলো ১।মোঃ ওয়াজিদুর রহমান (৪৭)।২। রাহুল কুড়ি (২২), ৩। মোঃ রিফাত ইসলাম (২৩) ৪। পলাশ (২২), ৫। সজিব আহম্মদ রাহি (১৯), ৬। হাসান আহম্মদ (২৪), ৭। মোঃ নুরুল ইসলাম (২৮), ৮। মোঃ আব্দুর শুক্কুর (৩০), ৯। আনিকা আক্তার রুপা (২২), ১০। আফসানা বেগম (২৩)।উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং- ২৭৫, তারিখ- ২৫/০৬/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *