শাহপরাণ  থানা  অভিযানে চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ 

শাহপরাণ  থানা পুলিশের অভিযানে চালিয়ে   অপহৃত  ভিকটিম (১৫) উদ্ধার, করে ও ০২ (দুই) আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিক-নিদের্শনায় ও শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ)- খোরশেদ আলম মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল ২৪/০৬/২০২৫ খ্রিঃ রাত ০১:০০ ঘটিকায় সিলেটের সুরমা বাইপাস এলাকা থেকে তোফায়েল আহমদ (২৬)‘কে গ্রেফতার করেন। এরপর ২৪/০৬/২০২৫ খ্রিঃ ভোর ০৫:১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পানিধার এলাকা থেকে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় ভিকটিম (১৫)‘কে উদ্ধার এবং মোঃ তুহিন আহমদ (২৫)‘কে গ্রেফতার করা হয়।

গত ১৪/০৫/ ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় স্কুলে যাওয়ার পথে ভিকটিম (১৫)‘কে অপহরণ  করা হয়।ভিকটিমের পিতা বাদী হয়ে  শাহপরাণ থানার মামলা নং-১৮, তারিখ-২৪/০৫/২৫ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীরাঃ ১। মোঃ তুহিন আহমদ (২৫), ২। তোফায়েল আহমদ (২৬), উভয় পিতাঃ মৃত আব্দুল কাইয়ুম, মাতাঃ মিলন আক্তার, উভয় সাং-বাহুবল, গুচ্ছগ্রাম, থানাঃ শাহপরাণ (রহ), জেলাঃ সিলেট। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *