হেফাজতে ইসলাম সিলেট মহানগর ও জেলা শাখার নতুন কমিটি গঠন

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা শাখার কমিটি পূনর্গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল ২৩ জুন সন্ধ্যা ৭টায় নগরীর শামিমাবাদ মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।
সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা মনির হুসাইন কাসেমী, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে মাওলানা শায়খ মুশতাক আহমদ খানকে সভাপতি, হাফিজ মাওলানা আসজাদ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সিলেট মহানগর শাখার কমিটি এবং মাওলানা রেজাউল করীম জালালীকে সভাপতি ও মাওলানা ইউসুফ খাদিমানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সিলেট জেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়।
নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহ.-এর রেখে যাওয়া আমানত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিলেট মহানগর ও জেলা শাখার কার্যক্রমকে আরো মজবুত ও গতিশীল করতে সকল ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তির উর্ধ্বে ওঠে সবাইকে ধৈর্যের সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। নেতৃবৃন্দ সিলেটের ইসলামি রাজনৈতিক, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার যিম্মাদার, প্রতিনিধিত্বশীল তরুণ আলেম এবং সর্বস্তরের তাওহীদী জনতাকে নিয়ে নবীন ও প্রবীণের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি এবং ১ মাসের মধ্যে সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুছা, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আহমদ কবীর, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাশুক আহমদ সালামী প্রমুখ।
সভায় আগামী ২৭ জুন শুক্রবার, বাদ মাগরিব অনুষ্ঠিতব্য সিলেট মহানগর শাখার পরবর্তী সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *