‘দেলোয়ার হোসেন দিলু’
নতুন করে স্বাধীনতার
স্বাদ পেয়েছি আবার
নাই কোন আর ভাবার
ওই পতাকা উড়ছে উড়ুক
লাগুক নতুন হাওয়া,
ফের মিলে গাই নতুন স্বাদে
সোনার বাংলা’ গাওয়া।
আয়রে তরুণ আয়রে যুবা
আয়রে সবাই আয়
লাল সবুজে নৃত্য করুক
ঐ পতাকার গায় ।
বিশ্ববাসী অবাক হলো
দেখলো করুন চেয়ে
বাংলাদেশে স্বাধীনের গান
উঠলো কারা গেয়ে ।
স্বাধীনতার গাইলে যে গান
ফুটলো কতই ফুল
সকাল সন্ধ্যা পাখিরা গানে
মস্ত হোলুস্থুোল ।
মিছিল হলো মিটিং হলো
ফুটলো মুখে হাসি
ওগো সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি ।
কমেন্ট