হরমুজ প্রণালি এড়িয়ে চলছে তেলবাহী জাহাজ, বাড়ছে জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক :   ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম।

সোমবার (২৩ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েল ও সবশেষ যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার পর গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। সেইসাথে চলমান সংকটে উদ্বেগ বেড়েছে ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে।

আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৯৩ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৯২ ডলার বেশি।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭৩ ডলার, যা ১ দশমিক ৮৯ ডলার বেশি।

এদিকে ইরান-মার্কিন উত্তেজনার পর অস্থিতিশীল হরমুজ প্রণালির পথ এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। এরইমাঝে প্রণালির নৌরুট থেকে ফেরত পাঠানো হয়েছে দুটি তেলবাহী জাহাজকে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *