উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করো: শফি এ চৌধুরী

সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, উচ্চ শিক্ষা অর্জন করে নিজেকে এবং নিজের পরিবারকে সমৃদ্ধ করতে হবে। দেশ এবং জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। তিনি বলেন, আজকের এইচএসসি পরীক্ষার্থীরা দেশের আগামীদিনের কর্ণধার। এই চিন্তা মাথায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। আলহাজ্ব শফি আহমদ চৌধুরী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
তিনি সোমবার (২৩ জুন) সকালে দক্ষিণ সুরমায় তার প্রতিষ্ঠিত লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. নিয়াজ আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলদার আহমদ চৌধুরী কচি, গভর্নিং বডির সদস্য নিজাম উদ্দীন, জুলহু মিয়া চৌধুরী, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, মো: জিয়াউর রহমান।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিজানুল কবির, মো: ফখরুল ওয়াহেদ চৌধুরী, শেখ মো: আব্দুর রশিদ, মোহাম্মদ আবু হানিফ  প্রভাষক- আব্দুল্লাহ আল মাবরুর, সোহাগ মিলন প্রমুখ।
পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোগলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম।
উল্লেখ্য, চলতি বছর এই কলেজ থেকে মোট ৫’শ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *