ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : নিজেদের দেশে মার্কিন হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (২২ জুন) ইরানের সবশেষ এ হামলার পর ইসরায়েলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। খবর, বিবিসি’র।

আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা গুরুতর। বাকি ১০ হালকা আঘাত পেয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির হোম ফ্রন্ট কমান্ড থেকে আপডেট জারি করে জানিয়েছে, এখন বিভিন্ন অঞ্চলের সুরক্ষিত স্থান ও আশ্রয়স্থল ত্যাগ করতে পারবেন সেখানকার বাসিন্দারা।

আইডিএফ আরও জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান ও বাহিনী অভিযান চালাচ্ছে। বিশেষ করে যেখানে প্রজেক্টাইল পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, বেন গুরিওন বিমানবন্দরসহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইরান। অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে আছে সহায়তা ঘাঁটি, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

শনিবার রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় এসব হামলা চালানো হয়। এই ঘটনায় পাল্টা হুংকার এসেছে ইরানের দিক থেকেও।

সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের বিপরীতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’কে হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখন দেখার বিষয়, নিজেদের দেয়া বিবৃতি কতটা আমলে নেয় ইরান, এমনকি পাল্টা প্রতিক্রিয়ায় কী করে তারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *