সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে ‘খুব সফল’ বলে দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামলার সময় ডোনাল্ড ট্রাম্প কোথায় ছিলেন এবার সেটি প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা জানায়, হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই হামলা কীভাবে পরিচালিত হয়– এর কিছু ছবি হোয়াইট হাউস প্রকাশ করেছে। প্রকাশিত এসব ছবিতে দেখা যাচ্ছে, ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ছবিতে ট্রাম্পকে নিজের চেয়ার ছেড়ে উঠে অন্য একটি চেয়ারের পাশে গিয়েও দাঁড়াতে দেখা গেছে।
হামলার পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানকে সতর্ক করে তিনি বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আটদিনের থেকেও বড় ট্র্যাজেডি হবে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, এই হামলা ‘আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।’ এছাড়া এ হামলার নিন্দা জানিয়েছে কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা।