ইসরায়েল সরকার ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে,

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :   জাতিসংঘের এক সভায় ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের’ জন্য দায়ী করার ভুল করে মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া তৎক্ষণাৎ সংশোধন করে ‘ইরান’-এর নাম বলেন। তিনি শিয়া নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নাম উচ্চারন করেন কিন্তু পরে থেমে গিয়ে বাক্যটি আবার পড়েন। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভুলে ইসরায়েলের নাম উচ্চারন করে এরপর তিনি সংশোধন করে বলেন, ‘ইরান সরকারও এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।’

তিনি বলেন, গত সপ্তাহে জি-৭ নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি করে যে ইরানই হলো ‘মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস।’

‘যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের এই হামলায় জড়িত ছিল না, তবু এতে কোনো সন্দেহ নেই যে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের পরমাণু উচ্চাভিলাষের বিরুদ্ধে তাদের পদক্ষেপকে সমর্থন করি,’ তিনি যোগ করেন।

তিনি দাবি করেন যে ইরানের কাছে এখনই পরমাণু অস্ত্র তৈরির সকল উপাদান আছে, যা ‘অগ্রহণযোগ্য’।

এই পরিষদের উচিত তাদের পথ পরিবর্তনের আহ্বান জানানো। তিনি বলেন, ইরান সরকারকে ‘তার পরমাণু উচ্চাভিলাষ ত্যাগ করতে হবে যাতে আর ধ্বংসযজ্ঞ না ঘটে।’

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা এবং কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার জবাবে ইরান প্রতিশোধমূলক আক্রমণ করেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *