ইরানের মিসাইল হামলায় কাঁপলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাঁপলো ইসরায়েল। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিরশেবার বেশ কয়েকটি আবাসিক এলাকা।

আজ শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

অঞ্চলটিতে সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি বলে জানিয়েছে আইডিএফ। মিসাইল হামলার পর আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তাকর্মীরা। বন্ধ রয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশন।

এর কিছুক্ষণ আগেই ইরানজুড়ে ৬০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। ফেলা হয় ১২০টির মতো বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। যুদ্ধবিমানের পাশাপাশি সারফেস টু সারফেস মিসাইল দিয়ে হামলারও কথা জানায় তারা।

এছাড়াও, ইসফাহানের পাশাপাশি ক্যাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশত শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *