যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় যুব সম্মেলন।
সম্মেলন সফলের লক্ষ্যে পুরো বিভাগ জুড়ে চলছে সম্মেলন বাস্তবায়ন কমিটির বিরামহীন দাওয়াতি সফর। কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল ১৮ জুন বাদ এশা যুব জমিয়ত সিলেট মহানগরীর সাথে বাস্তবায়ন কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় মতবিনিময়ে বিভাগীয় যুব জমিয়তের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা কবির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: সিলেটে ২৬ জুনের যুব সম্মেলন যুবসমাজের মাঝে জাগরণ তৈরি করছে। আমরা আশাবাদী সিলেটের এই যুব সম্মেলন পুরো দেশের জন্য অনুসরণীয় ও ঐতিহাসিক হয়ে থাকবে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সদস্য সচিব মাসুম আল মাহদী, মনসুর আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি আফজাল হোসাইন খান,আবু সুফিয়ান,ফয়জুল হাসান খান,শাহিদ হাতিমী,এনামুল হক, আব্দুল হাসিব খান, যুগ্ম সম্পাদক ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, আশরাফ হোসাইন ফুআদী, আমিনুল ইসলাম, সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, খলিলুল্লাহ মাহবুব, এম বশীর আলী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহ অর্থ সম্পাদক মারুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ কামরান, সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমাম উদ্দিন, পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, সমাজ কল্যাণ সম্পাদক দিলাওয়ার হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য জিয়া উদ্দিন ও ফজলুল করীম প্রমুখ। বিজ্ঞপ্তি
কমেন্ট