বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হয়ে থাকবে : প্রধান বিচারপতি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আগামী ২২ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে হতে যাওয়া সম্মেলনে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বক্তব্য আরও জোড়ালোভাবে তুলে ধরা হবে। ওই দিনটি বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স কোর্ট বিল্ডিং পরিদর্শনে শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর বিল্ডিংয়ে কিছু কোর্ট বারের আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে। সেসব কোর্ট এনেক্স ভবনে স্থানান্তরের কাজ চলছে।

তিনি আরও বলেন, আগামী ২২ জুন পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে। বিষয়টি নিয়ে ওইদিন বিস্তারিত জানানো হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *