প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে সম্বর্ধনা সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে

সিলেটস্থ প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে বুধবার (১৮ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে সুপ্রীম ল চেম্বারে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম এর সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক ডক্টর এম এ মোশতাকের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের প্রবীণ কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমদ এম বি ই ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, সিলেটের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন, সিলেট-ঢাকা ৬ লাইনের রাস্তা বাস্তবায়ন, উন্নত রেল ব্যবস্থা চালু এবং সিলেট ঢাকা ডাবল রেললাইন নির্মাণ সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। কিন্তু এই দাবি-দাওয়াগুলো দীর্ঘদিন থেকে অবহেলিত রয়েছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে না। জাতীয় পর্যায়ে সিলেটবাসী ও প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু প্রবাসীরাও পদে পদে অবহেলিত হচ্ছে। এ অবস্থায় সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন সংবধিত অতিথি শামসুদ্দিন আহমদ এম বি ই, মইনুল আমিন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মুকসুদ হোসেন, সমাজকর্মী তারেক আল মইন, ভাষানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, শিক্ষানুরাগী মহারাজ মিয়া প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূপুর সঙ্গীতালয়ের পরিচালক তুহিন আহমেদ, মানবাধিকার সংগঠক শাহিন হোসেইন, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ ফোরামের সংগঠক রুহেল আহমেদ ও শ্রী দিপজল পাত্র। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *