বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করুণ

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আগামী শনিবার (২১ জুন) সিলেটের মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হোটেলের প্রগতি হলে অনুষ্ঠিত হবে। কর্মশালায় মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ দিবেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার আকতার হাবিব ও প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও স্থানীয় প্রশিক্ষকরা অংশগ্রহণ করবেন। দিনব্যাপী এই কর্মশালায় অংশ নিতে সিলেট জিন্দাবাজারস্থ সহির প্লাজার অনন্যা নেটে সরাসরি যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করুন। প্রয়োজনে: +০৮৮ ১৩০০৬০০৯১৯।
আমাদের ফেইসবুক : BMJA Sylhet, ওয়েব: bmjasylhetnews.com,  ই-মেইল: bmjasylhetdivisionalcommittee@gmail.com

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *