এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে  পিকআপ  নগদ অর্থসহ ২ জন ছিনতাইকারী’কে গ্রেফতার করে পুলিশ

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করে ও ৩২ বস্তা চিনি নগদ অর্থসহ ০২ (দুই) জন ছিনতাইকারী’কে গ্রেফতার করে পুলিশ। 

গতকাল ১৭/০৬/২০২৫খ্রিঃ বিকাল অনুমান ৫.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স হতে ৩২ বস্তা ফ্রেশ চিনি (মোট মূল্য ১,৬১,৬০০/- টাকা) ক্রয় করে একটি পিকআপ (রেজিঃ সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন।

সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। তাদের নিকট হতে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬,৫০০/- টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, সংবাদপ্রাপ্ত হয়ে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়াদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভিতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান ও নগদ ১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেনঃ ১। জামিল আহমেদ (৩০), পিতা: মৃত হামিদ মিয়া, স্থায়ী ঠিকানা: টিকারপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা: বাসা নং ২৭/২, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, সিলেট, ২। মোঃ রনি (২৪), পিতা: জালাল উদ্দিন, ঠিকানা: বাসা নং ২৬/১, চৌকিদেখী, ১নং গলি, থানা-এয়ারপোর্ট, সিলেট। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *