ইংল্যান্ডের ঘাঁটি থেকে উড়াল দিলো মার্কিন ৪ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক :   ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই পূর্ব ইংল্যান্ডের ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্রের অন্তত চারটি যুদ্ধবিমান। এতে করে যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও দেখা দিয়েছে। খবর বিবিসির।

একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে কয়েকটি এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে। এর সঙ্গে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাংকার বিমানও ছিল।

অন্যদিকে, বাহরাইনের মার্কিন ঘাঁটি থেকে ছেড়ে গেছে পঞ্চম নৌবহরের সব যুদ্ধজাহাজ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। মঙ্গলবারের তোলা ছবি যাচাই করে গণমাধ্যমটি জানায়, ঘাঁটির সদর দপ্তরে আর একটি যুদ্ধজাহাজও নোঙর করা নেই। খালি পড়ে আছে মেইন ডক। তবে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *