রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি: আমীর খসরু

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আন্তর্জাতিক যেকোনো অস্থিরতার প্রভাব মোকাবিলায় দেশের নির্বাচিত সরকারের জন্য সুবিধাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বের যেকোনো পরিস্থিতিতে নির্বাচিত সরকারের পক্ষে কাজ করা সহজ হবে।

মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই। রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য ছিল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে ফুটবলসহ ক্রীড়াখাতে সহযোগিতা করতে চায় ব্রাজিল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *