এসএমপি ডিবির অভিযান চালিয়ে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ (পাঁচ) জন’কে গ্রেফতার করেন পুলিশ।
গতকাল ১৬/০৬/২০২৫-খ্রিঃ ১৮.০০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৫ (পাচঁ) জন‘কে গ্রেফতার করা হয়।
যাদের’কে গ্রেফতারকৃতরা হলেনঃ ১। ফাহিম আহমেদ (২৩), ২। রেজুয়ান আহমেদ রফি (২৪), ৩। মোঃ শাহীদুল ইসলাম (২৭), ৪। রিমু আক্তার (২০), ৫। রানী বেগম(৩২)। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১১৮, তাং-১৭/০৬/২০২৫খ্রি. ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।