কবিতা, কবিদের মনের,
সমাজের পীড়িত মানুষের,
প্রকৃতির শান্ত-উগ্র স্বভাবের,
নদীর আত্মকথা,
মাঝিদের দুঃখের,
সাগরের শান্ত-রুদ্র
রূপের কথা।
কবিতা —–
বৃষ্টি ঝরা শব্দের কথা,
পদ্মপাতায় সোনালী রঙের
টলোমলো বৃষ্টির ফোঁটা।
নদীতে প্লাবনের,
এপার ওপার বাংলার
মিলনের-বিষাদের কথা।
কবিতা—–
প্রেমের আবেগের, বিরহের,
আনন্দের,বাস্তবধর্মী জীবনের
আদি-বর্তমান-ভবিষ্যতের,
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের
না জানা কথার কথা।
গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)
কমেন্ট