মেয়র পদে শপথ ইস্যুতে ফের ইশরাক সমর্থকদের বিক্ষোভ করেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  মেয়র পদে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে তার সমর্থকরা। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে এ সঙ্কট সুরাহার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রোববার (১৫ জুন) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে, গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।

ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন। একইসাথে জানান, এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না। তবে, দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে।

এসময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার অপরাজনীতির কারণেই এখন পর্যন্ত শপথ হচ্ছে না। সরকারকে যতো দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানান এ বিএনপি নেতা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) সবশেষ নির্বাচন হয়। তাতে ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *