আজ ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও কমিশনার জনপ্রিয় রাজনীতিবিদ বদর উদ্দিন আহমদ কামরান এর ৫ম মৃত্যুবার্ষিকী। ১৯৫৩ সালের ১ জানুয়ারি বদর উদ্দিন আহমদ কামরান জন্মগ্রহণ করেন।
কামরান এর বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী মরহুম বশির উদ্দিন আহমদ এবং মাতা মরহুমা নুরুন্নেসা বেগম ছিলেন একজন গৃহিণী। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় কামরান মৃত্যুবরণ করেন। এর আগে কামরান সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে কামরানকে সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। ১৯৭৩ সালে সিলেট এমসি কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থায় বদর উদ্দিন আহমদ কামরান তৎকালীন সিলেট পৌরসভার ৩ নং তোপখানা ওয়ার্ড থেকে সর্বকনিষ্ঠ পৌর কমিশনার নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্বের সূচনা করেন । পরবর্তীতে তিনি আরও দু’বার পৌর কমিশনার হিসেবে নির্বাচিত হোন।
১৯৯৫ সালে সিলেট পৌরসভার নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরান পৌর চেয়ারম্যান নির্বাচিত হোন। বদর উদ্দিন আহমদ কামরান ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও ২০০৮ সালে কারাবন্দী অবস্হায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হোন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামরান পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ। বদর উদ্দিন আহমদ কামরান এর পরকালীন জান্নাতুল ফেরদৌস কামনায় সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।