স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের (২০২৩-২০২৫ চক্র) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার (১১ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে শুরু হয় ম্যাচ।
টস জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
শুরুতেই ভালো অবস্থানে নেই অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের জোড়া আঘাতে অজিদের নেই চার চারটি উইকেট। ওপেনার উসমান খাজা ও তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ক্যামেরন গ্রিন রাবাদার শিকার হয়ে সাজঘরে ফেরেন। মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের উইকেট তুলে নেন ইয়ানসেন।
ইনিংসের প্রথম ৭ ওভারে রাবাদার আঘাতে মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যাঙ্গারুরা। দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন ওপেনার মার্নাস লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। দুজনের ৩০ রানের জুটি ভাঙ্গেন ইয়ানসেন, লাবুশেনকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর ট্রাভিস হেডকেও বেশি দূর এগোতে দেননি বাঁহাতি পেসার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৬৭। স্মিথ রয়েছেন ২৬ রানে অপরাজিত।
২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, সেবারও রানার্স আপ হয় ভারত।