নিজস্ব প্রতিবেদক :দেশের কল্যাণ ও অগ্রগতির লক্ষ্যে সাংবাদিক ও রাজনীতিকদের অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
মুন্সিগঞ্জ জেলার স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি সম্মেলন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও সমাজসেবক সৈয়দ টিপু সুলতান।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং আতিকুর রহমান নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুস।
মীর সরফত আলী সপু তার বক্তব্যে মুন্সিগঞ্জ জেলার যানজট নিরসনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া তিনি দেশের স্বার্থ বিবেচনা করে বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সময়সীমা পুনঃবিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে সাংবাদমাধ্যমের ভূমিকার বিষয় তুলে ধরেন প্রধান অতিথি জনাব সৈয়দ টিপু সুলতান এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাম রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জমির হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি এড. মো. মঞ্জুর মোর্শেদ, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমান টিপু, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, ইতিহাস ও প্রত্নতত্ব গবেষক গোলাম আশরাফ খান উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহীম নীরব, জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক
আবু নাসের লিমন, প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ , দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পৃষ্ঠপোষক মীর মো. শরিফ, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পৃষ্ঠপোষক হেলাল উদ্দিন ভূঁইয়া, ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়েদ্যুল বাশার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রকাশক ও সম্পাদক আশরাফ ইকবাল ও অভ্যার্থনার দ্বায়িত্বে ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহম্মদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম রাকিব, স্টাফ রিপোর্টার ফরহাদ জনি, বিশেষ প্রতিনিধি মুহাম্মদ রাজু, স্টাফ রিপোর্টার মো.আল আমীন, আসিফ বাধন, খাইরুল ইসলাম হৃদয়সহ পত্রিকার প্রতিনিধি বৃন্দ।
জনাব আশরাফ ইকবাল তার বক্তব্যে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সাথে এই সংবাদপত্রের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সৈয়দ মাহমুদ হাসান মুকুট উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।