নিজস্ব প্রতিবেদক: ঝিকুট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় বালুচরে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আশরাফ হোসেন, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, কবি শিপন হোসেন মানব, কবি হোসাইন আনজুম, (সিসিএস) কনসিয়াস কঞ্জুমার্স সোসাইটি মুন্সিগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মো. ইমরান হোসেন প্রমুখ।
সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, অফিস সম্পাদক সোভন সারোয়ার, সদস্য মো. ইকরামুল হাসান, তালহা আকাশ, শিহাব আহমেদ, আসিফ বাধন, তানজিল আহসান রাতুল, রাসেল প্রমুখ।
উপস্থিত সদস্যবৃন্দ ঝিকুট ফাউন্ডেশনের আসন্ন কর্মসূচি সম্পর্কে পরিকল্পনা ও মতামত উপস্থাপন করেন।
সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল উদ্বোধনী বক্তব্যে ঝিকুট ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জনাব নজরুল ইসলাম ঝিকুট ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি ড. জমির হোসেন তার বক্তব্যে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় জাতীয় পর্যায়ে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ঝিকুট ফাউন্ডেশন থেকে কর্মসূচি গ্রহণের পরামর্শ প্রদান করেন।
অর্থ সম্পাদক জনাব সাইয়্যেদুল বাশার সংগঠনের কার্যক্রম আরও তরান্বিত করার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও ঝিকুট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, অফিস সম্পাদক সোভন সারোয়ার এবং সদস্য শিহাব আহমেদ বক্তব্য পেশ করেন।