ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ৩০ জুন সিসিক অভিমুখে পদযাত্রা

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (৪ জুন ২০২৫) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ১৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জুন শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ২০২৫ খ্রীষ্টাব্দের ১৯তম সাপ্তাহিক সভা ও  ২০ জুন শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভা থেকে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জোর দাবি জানানো হয়। সভায় আগামী ৩০ দিনের মধ্যে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ৩০ জুন সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আধ্যাত্মিক পর্যটন নগরীতে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধে কঠোর কর্মসূচী গ্রহণ দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা থেকে ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট মহানগর, জেলা, বিভাগ, বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত ও পরামর্শ উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে বাংলাদেশী প্রবাসী নেতা মোঃ আশিক আহমদ, কবি কামাল আহমদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জুয়েল মিয়া, মোঃ জহিরুল হক জাকির, সাগর দে, মোহাম্মদ মাহফুজুর রহমান ও আদিলা তাবাসসুম আফরিন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *