দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আদালত পূর্বের অবস্থান ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী।

সোমবার (২ জুন) দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর নেতারা।

বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে, গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়। এরপরই সন্ধ্যায় আপিল বিভাগের আদেশের কপি ইসিতে পৌঁছায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *