জমিয়তের কেন্দ্রীয় সভাপতি সিলেট আসছেন কাল মহানগর যুব জমিয়তের ব্যাপার প্রস্তুতি 

জমিতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বর্ষিয়ান রাজনীতিবিদ প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক আগামিকাল ৩রা জুন মঙ্গলবার সকাল সাড়ে১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট শুভাগমন করবেন এই উপলক্ষে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী ওসমানী বিমানবন্দর থেকে সিলেট কোর্ট পয়েন্ট পর্যন্ত একটি শানদান ইস্তেকবাল ও গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে।  উক্ত কর্মসূচি সকলের জন্য মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে।
এদিকে কেন্দ্রীয় সভাপতির সংবর্ধনা বাস্তবায়নে মহানগর যুব জমিয়তের ব্যাপক প্রস্তুতি
কেন্দ্রীয় সভাপতিকে “শানদার ইস্তেকবাল ও গণসংবর্ধনা” প্রদান করবে সিলেট জমিয়ত। উক্ত সংবর্ধনা বাস্তবায়নের লক্ষে বিশেষ প্রস্তুতি সভা করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
গতকাল (সোমবার) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা আসাদ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সভাপতির আগমনকে সাফল্যমন্ডিত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মহানগর যুব জমিয়ত।
সোমবার (০২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক মুফতি নোমান বিন আফসার জানান,সকাল ১১টায় ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওয়ানা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে ফুলেল শুভেচছাসহ বিমানবন্দর এলাকায় এবং সড়কের বিভিন্ন মোড়ে সিলেটের সর্বস্তরের জমিয়ত নেতাকর্মীদের পক্ষ থেকে নানান স্লোগানের প্লেকার্ড,পতাকা প্রদর্শনী, ফুলেল মালা, মটর শোভাযাত্রাসহ শানদার সংবর্ধনায় সিক্ত হবেন জমিয়তের নবনির্বাচিত সভাপতি।
বিশেষ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি আফজাল হোসেন, আবু সুফিয়ান, মুজাহিদুল ইসলাম, শাহিদ হাতিমী, আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, খলিলুল্লাহ মাহবুব, এম বশীর আলী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহ প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক দিলদার হোসেন, দেলওয়ার হোসেন, ফজলুল করীম, লায়েক আহমদ ও সালেহ আহমদ প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *