আরিফুল হক চৌধুরীর সাথে প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামালের সৌজন্য সাক্ষাৎ

আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে রোববার (১ জুন) সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় খলকু কামাল সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে তার সাথে আলোচনা করেন।
উন্নয়ন প্রকল্পগুলো হলো- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে বিভিন্ন দেশের এয়ার লাইন্সের বিমান উঠা-নামার ব্যবস্থা, সিলেট-ঢাকা মহা সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন, সিলেট-ঢাকা ডাবল রেললাইন নির্মাণ, ওসমানী বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ, ওসমানী বিমানবন্দর-সাহেবের বাজার-খাদিম সড়ক নির্মাণ। এসব প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে তিনি তাকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান।
আরিফুল হক চৌধুরী এসব প্রকল্প ছাড়াও নগরীর যানজট নিরসন পরিকল্পনা, সুরমা নদী খনন প্রকল্প, এয়ারপোর্ট-বাদাঘাট সড়ক প্রকল্প, কোম্পানীগঞ্জ হতে শাহপরাণ সড়কে চেঙ্গেরখালে সেতু নির্মাণসহ কয়েকটি প্রকল্পের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সিলেটের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের ব্যাপারে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।
সৌজন্য সাক্ষাৎকালে খলকু কামাল সিলেটের বিভিন্ন সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি আরিফুল হক চৌধুরীকে প্রদান করেন। এসময় সাংবাদিক বদরুদ্দোজা বদর ও সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *