সুহাসিনী দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপিত আজীবন ব্রতী সুহাসিনী দাসের কর্মময় জীবন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, আজীবন ব্রতী সুহাসিনী দাসের কর্মময় জীবন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টায় নগরীর চালিবন্দরস্থ উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসে আয়োজিত আজীবন ব্রতী, সমাজসেবায় উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, সুহাসিনী দাসের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও ‘হরিদাস-বনলতা-রাকেশ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
ছাত্রাবাস পরিচালনা কমিটির সহ সভাপতি, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে ও ছাত্রাবাসের শিক্ষার্থী জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরা ব্যাংকের অব. জিএম নিরেশ চন্দ্র দাস, শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা, গীতা মন্দির সিলেটের আচার্য্য বিনীত কুমার চক্রবর্তী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাত্রাবাস পরিচালনা কমিটির সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। পবিত্র গীতা পাঠ করে স্বর্ণা রানী নাথ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, ছাত্রাবাসের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তপন ভট্টাচার্য্য, সজল দত্ত পুরকায়স্থ, পাপড়ী দাশ, শতাব্দী দাশ রিয়া, বৃত্তিদাতার পক্ষে বক্তব্য রাখেন বিনয় কুমার রায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিলোত্তমা শর্মা, অর্পিতা বাড়ৈ, রীমা গুপ্ত, অন্যা রায়, দেবশ্রী ভট্টাচার্য্য, ঐশী রায়, দেবশ্রী চক্রবর্তী, অপরাজিতা পাল, লীমা গুপ্ত, আনিকা বণিক্য বৃষ্টি। তবলায় সঙ্গত দেন প্রত্যয় চক্রবর্তী।
অনুষ্ঠানে ছাত্রাবাসের ১৬জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে  ‘হরিদাস-বনলতা-রাকেশ স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। পর্বটি পরিচালনা করেন ছাত্রাবাসের সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর ও সহ সম্পাদক অধ্যাপক অনবীর রায়। দুপুর ৩টায় উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। রাত ৮টায় সুহাসিনী দাসের কর্মময় জীবনের উপর নির্মিত ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্রাবাসের শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *