জেলা ক্রীড়া অফিস সিলেটের ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।  শুক্রবার (৩০ মে) সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ভ্যেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য- সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোল্ডেন বয় খ্যাত ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, স্বনামধন্য ফুটবল কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সিলেট জেলা  সোনালী অতীত ফুটবলের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন,  ফুটবল কোচ খালেদ আহমদ, ফুটবল  কোচ সোহেল আহমদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, কোচ সালাউদ্দিন রাজু প্রমুখ। সাফল্যজনকভাবে উক্ত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের  মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *