আলোর অন্বেষণ এর আয়োজনে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন

সিলেট কেজি স্কুল ইউনিটি পরিষদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ এর আয়োজনে মহানগরীর দশটি কিন্ডারগার্টেন স্কুল নিয়ে চৌকিদেখী স্পোর্টস কিংডম প্লে গ্রাউন্ডে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সিলেট আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা ২০২৫।
বুধবার (২৮ মে) দুপুর ১২টায় সিলেট কেজি স্কুল ইউনিটি পরিষদ এর আহবায়ক মো: আমির উদ্দিন পাভেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আব্দুর রহমান’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েল ফেয়ার চ্যারিটি ট্রাষ্ট ইউকে এর চেয়ারম্যান মো: জিলু হক তাজ।
উদ্বোধক হিসেবেবক্তব্য রাখেন প্রতিযোগিতার আয়োজক  আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা মতিন একাডেমীর প্রিন্সিপাল শামীম আহমদ,আলোর অন্বেষণ সহ সভাপতি তফাজ্জুল হক সুমন,সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: লোকমান হাফিজ,সিলশাইন স্কুলের সহকারী শিক্ষক রুহুল ইসলাম, সোহেল আহমদ,কবি নজরুল মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক অসীম সরকার।
নক আউট পদ্ধতিতে পরিচালিত আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা অংশ নিচ্ছে নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ, আনোয়ারা মতিন একাডেমী, সেভি মডেল স্কুল, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, কবি নজরুল মেমোরিয়াল স্কুল,হলিসিটি কলেজিয়েট স্কুল, সিলশাইন একাডেমী, সৈয়দ নাসির উদ্দীন স্কুল এন্ড কলেজ এবং শাহজালাল আইডিয়াল স্কুল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে আলোর অন্বেষণ এর পক্ষ থেকে জার্সি উপহার দেওয়া হয়।
উদ্বোধনী ম্যাচে আনোয়ারা মতিন একাডেমী এবং সেভি মডেল স্কুল এর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেভি মডেল স্কুল জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের, খেলায় বিজয়ী হয় গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *