শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি ৩০ মে (শুক্রবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিনব্যাপী সকল নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতির স্মরণে কালো ব্যাজ ধারণ করবেন।

জেলা পর্যায়ে কর্মসূচি

স্থান: হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণ

সময়: বাদ জুমআ

কর্মসূচি:

• শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

• তাঁর জীবন ও আদর্শভিত্তিক আলোচনা সভা

• দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ

উপজেলা ও পৌরসভা ইউনিটসমূহের কর্মসূচি

সিলেট জেলা বিএনপির অধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করবে।

উল্লেখযোগ্য ইউনিটভিত্তিক কর্মসূচি

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি

স্থান: মোগলাবাজার

সময়: ৩০ মে, শুক্রবার, বাদ আসর

কর্মসূচি: দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ

প্রধান অতিথি: জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, সভাপতি, সিলেট জেলা বিএনপি

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি

স্থান: গোলাপগঞ্জ বাজার

সময়: ৩০ মে, শুক্রবার, বাদ আসর

কর্মসূচি: আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধান অতিথি: এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার এই গৌরবময় শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে তা সফল ও তাৎপর্যমণ্ডিত করে তোলার জন্য দলের সকল নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতি আহ্বান ও নির্দেশনা প্রদান করেছেন।

বিশেষ নির্দেশনা

• প্রত্যেক ইউনিটের কর্মসূচি পালনের ছবি জেলা বিএনপির হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *