জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ(বৃহস্পতিবার)বিকেলে সংগঠনের বন্দর বাজারস্থ কার্যালয়ে জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরীর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম,মাওলানা খলিলুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজি আমিন উদ্দীন,অর্থ সম্পাদক মাওলানা আব্দুল কাদির,কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুননূর,যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম,নির্বাহী সদস্য মাওলানা মাহমুদ হুসাইন,মাওলানা মাহমুদুর রহমান মিলাদ প্রমূখ।
বৈঠকে জেলা দক্ষিণ জমিয়তের সভাপতির হজ্ব পালন কালীন সময়ের জন্য সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মালিক কাসিমী কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত করা হয়।এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।সভাপতির দোয়ার মাধ্যমে বৈঠক সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
কমেন্ট