মাঠে নামলেই ছক্কা বৃষ্টি— কে এই ক্রিকেটার?

স্পোর্টস ডেস্ক:   বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার বাদ পড়লেও আলোচনায় এসেছে এক ওপেনারের নাম।

তিনি ব্যাটিংয়ে নামলেই গ্যালারিতে নেমে আসে ছক্কার বৃষ্টি, সেঞ্চুরির ফুলঝুরি। দর্শকদের একটু বাড়তি সতর্ক থাকতেই হয়—কখন না মাথায় বলের আঘাত পড়ে। তবে এমন ব্যাটিংয়ে দর্শকদের মুগ্ধতার শেষ নেই।

বলছিলাম পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের কথা। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্স করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি।

২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের। মাত্র ৯টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে করেছেন ৮৬ রান। জাত চেনাতে না পারায় অনিয়মিত হয়ে যান দল থেকে। তবে নতুন করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন।

পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪০টি ছক্কা মারেন সাহিবজাদা। যেখানে ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যা ছিল মাত্র ১৩টি।

পুরো টুর্নামেন্টে তার রান সংখ্যা ছিল ৬০৫। ৭ ম্যাচের মধ্যে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। তার সর্বোচ্চ ইনিংস ছিল ৭২ বলে অপরাজিত ১৬২ রান। তিনটি সেঞ্চুরি ইনিংস ছিল যথাক্রমে—১১৪, ১৬২ ও ১৪৮ রানের।

এদিকে পিএসএলের এবারের আসর পর্যন্ত ১৫৪ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করেছেন তিনি। সর্বশেষ ম্যাচেও ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডের প্লে-অফে খেলা নিশ্চিত করেছেন।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে চারটি সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখান ক্রিস গেইল, ভিরাট কোহলি, জস বাটলার ও শুভমান গিল। পঞ্চম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়লেন সাহিবজাদা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *