যুক্তরাজ্য যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত সিলেটের মাহমুদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিলেট নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাজীটুলা এলাকার কৃতিসন্তান মাহমুদুর রহমান। শুক্রবার (১৬ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। দলের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। আমি দায়িত্ব পালনে সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *