রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চুক্তিতে সম্মত হয়েছেন আলোনসো

স্পোর্টস ডেস্ক: জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের নতুন হেড কোচ হিসেবে যোগ দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছেন। স্প্যানিয়ার্ড এই কোচ প্রাথমিকভাবে গ্যালাক্টিকোদের সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন বলে দাবি করেছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।

চলতি বছরে বুন্দেসলিগা মৌসুম শেষে, কার্লো আনচেলত্তির স্থানে দায়িত্ব গ্রহণ করবেন জাবি আলোনসো। খবরটি নিশ্চিত করেছেন ফুটবল বিষয়ক সংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে সান্তিয়াগো বার্নাব্যুতে তার কোচিং স্টাফ চূড়ান্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করছে, আলোনসো এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।

এদিকে, নিজের উত্তরসূ্রী হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

কার্লো আনচেলত্তি বলেন, আমি জানতে পেরেছি যে, আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।

 

উল্লেখ্য, চলতি মৌসুম পর্যন্তই রিয়ালের ডাগ আউটে থাকছেন কার্লো আনচেলত্তি। মে মাসের ২৫ তারিখ শেষ হবে ২০২৪-২৫ সিজন। সেদিনই কার্লো আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় দেয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *