আইভীর জামিন নামঞ্জুর-কারাগারে পাবেন ডিভিশন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুরের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। তবে এ সময় আইভীর আইনজীবীরা কারাগারে ডিভিশনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলন চলাকালে আইভী কখনই মাঠে নামেননি। শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হলেও, আইভীকে গ্রেফতারে আপত্তি জানান তারা।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। এ সময় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *