স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। সেই সিরিজ সামনে রেখে দল ঘোষণার পাঠও সেরে ফেলেছে বিসিবি। তবে সমস্যা দেখা দিয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনা। যেজন্য এখন এই সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এর মাঝেই আশার কথা শোনালেন বিসিবিপ্রধান।
আগামী ২৫ মে শুরু হতে যাওয়া এই সিরিজে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও সেটা এখন অনেকটাই কেটে গেছে। কেননা, ভারত-পাকিস্তান উত্তেজনার ফলে পিএসএল ও আইপিএল বন্ধ হয়ে গেলেও শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যার কারণে ফের আসর দুটি মাঠে গাড়ানোর চেষ্টা করছে দুই দেশের বোর্ড। যা দেশে আশায় বুক বাঁধছে বিসিবিও।
লিটনদের পাকিস্তান সফর নিয়ে ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, ‘পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব বন্ধ হয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে) যাচ্ছি। সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশা-আল্লাহ।’
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পিএসএলের বাকি ৮ ম্যাচ আয়োজন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেননা, পূর্ব-নির্ধারিত সূচি অনুসারে পিএসএলের ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মে।