আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই এমন প্রশ্ন তুলে তার জবাব দিয়েছেন।

শফিকুল আলম লিখেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে, তা আমি বিশ্বাস করি না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল।

মানবতাবিরোধী অপরাধ এবং মূল জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য, এমনকি পশ্চিমা গণতন্ত্রেও সমগ্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কেবল তাদের কার্যক্রম নয়— এমনটাও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, জার্মানি ও ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামে কিছু রাজনৈতিক দলকে অবসানমূলক কার্যকলাপের জন্য নিষিদ্ধ করা হয়।

শফিকুল আলম লিখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী জঘন্য অপরাধে অংশগ্রহণ করেছিল, তা জাতিসংঘের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই দল বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপক ধ্বংস করেছে। দলটির নেতা ও সমর্থকরা ব্যাংক লুট করেছে এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচার করেছে। এমন নির্লজ্জ খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে, গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা কোনও প্রতিকূল প্রতিক্রিয়া আশা করি না।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *