পিসিবির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর বিতর্ক যেনো এক সুতোয় গাঁথা। মাঠের খেলা হোক কিংবা মাঠের বাইরের ঘটনা, সবদিক থেকেই খবরের শিরোনামে থাকে তারা। কিন্তু এবার ভয়ানক এক অভিযোগের শিকার পিসিবি। আর্থিক দুর্নীতি করেছে মহসিন নাকভির বোর্ড— সম্প্রতি এমন শিরোনামে ছেয়ে গেছে পাকিস্তানের গণমাধ্যম।

পিসিবির ওপর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন দেশটির সাংবাদিক শাহিদ হাশমি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বাজেট পেয়েছিলো পিসিবি, তার যথাযথ ব্যবহার করা হয়নি। সামা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পিচও ঠিকঠাক পরিচর্যা করে না পিসিবি— এমন অভিযোগও তোলেন তিনি।

ঘটনার সূত্রপাত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সময়ের। সাংবাদিক শাহিদ হাশমি জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পরিচর্যার জন্য কিউরেটর নিজের মোটরবাইক বিক্রি করেছেন। সামা টিভিতে কথা বলতে গিয়ে পিসিবির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন সাংবাদিক শাহিদ হাশমি।

তিনি আরও জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের জন্য সার প্রয়োজন ছিল। এর জন্য বাজেট ও খরচের প্রস্তাব পিসিবির কাছে পাঠানো হয়েছিলো। কিন্তু সেটি নাকি থেকে যায় কেবল কাগযে কলমে। তাই কিউরেটর বাধ্য হয়ে নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করে সার কিনেছেন।

ঘটনা এখানেই শেষ নয়, আরও এক উদাহরণ দিয়ে আর্থিক দুর্নীতির ইঙ্গিত দেন এই সাংবাদিক। দাবি করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য যে বাজেট পিসিবি পেয়েছিলো তার কোন সঠিক ব্যবহার করা হয়নি। পিসিবি নাকি নিজেরা কিছু না করে কাজ অন্যের ঘারে চাপিয়ে দেয়। এমনকি ঘরোয়া ম্যাচের পিচ ব্যবস্থাপনার কাজও করা হয়না। ম্যাচের আগে দেয়া হয়না আবহাওয়া রিপোর্টও।

এর আগেও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছিলো পিসিবি। সেই সাথে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়েও ছিলো সমালোচনা। গ্রুপ পর্বের তলানিতে থেকেই আসর শেষ করেছিলো বাবর-রিজওয়ানরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *